সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ জানুয়ারী ২০২৪ ১৩ : ১৭Sumit Chakraborty
আবু হায়াত বিশ্বাস,দিল্লি: কয়েকমাস পরেই লোকসভা ভোট। ‘ইন্ডিয়া’ জোট কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছে শাসক দল বিজেপিকে। তাই লোকসভা ভোটে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চাইছে বিজেপি। মোদি মন্ত্রিসভার একঝাঁক রাজ্যসভার সাংসদকে এবার লোকসভায় প্রার্থী করতে চলেছে বিজেপি। তালিকায় রয়েছেন রাজ্যসভার সাংসদ তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। বিজেপি নেতৃত্ব মনে করছে, লোকসভা ভোটে কেন্দ্রীয় মন্ত্রীদের নামানো হলে বাড়তি সুবিধা মিলতে পারে। অতীতে, রাজ্যসভা সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী থাকাকলীন স্মৃতি ইরানি উত্তরপ্রদেশের আমেথি, রবিশংকর প্রসাদ বিহারের পাটনা এবং হরদীপ সিং পুরী পাঞ্জাবের অমৃতসর আসন থেকে লোকসভায় প্রার্থী করেছিল দল। এবং তাঁরা জয়ী হয়েছেন। আর তাতেই কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে লোকসভা ভোটের প্রার্থী হলে আলাদা সুবিধা পাওয়া যায় বলেই মনে করছে তারা। এছাড়াও ওই সংশ্লিষ্ট মন্ত্রীদের জনপ্রিয়তার পরখ করে নিতে চাইছে পদ্মশিবির।
বিজেপি সূত্রের খবর, তামিলনাডুর কোনও আসন থেকে প্রার্থী করা হতে পারে নির্মলা সীতারামনকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের রাজস্থানে জন্ম হলেও কর্মসূত্রে ওড়িশায় ছিলেন। আইএএস অফিসার ছিলেন। ওড়িশায় কালেকটর পদে কাজ করেছেন। তাঁকে রাজস্থান অথবা ওড়িশায় প্রার্থী করা হতে পারে বলে খবর। বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। রাজ্যসভার সাংসদ ও পরিবেশ মন্ত্রী। তাঁকেও দল লোকসভায় প্রার্থী করার বিষয়ে ভাবনা চিন্তা করছে। শোনা যাচ্ছে, রাজস্থান অথবা হরিয়ানা থেকে দল তাঁকে প্রার্থী করতে পারে। বিজেপি সূত্রে খবর, ভুপেন্দ্র যাদব আজমেরে জন্ম হলেও হরিয়ানায় ভাল প্রভাব রয়েছে। অনেকেই জানেন না যে তাঁর পৈতৃক বাড়ি গুরুগ্রামে। গুরুগ্রাম, মানেসার, রেওয়াড়ির ওই অঞ্চলে তার ব্যাপক প্রভাব রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যও গুজরাটের পাতিদার সম্প্রদায়ের নেতা। সেখানকার সৌরাষ্ট্র অঞ্চলের কোনও আসন থেকে তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে। শিক্ষামন্ত্রী প্রধান অবশ্য নিজেই এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান এবং তা নিজের রাজ্য ওড়িশার ঢেঙ্কানল বা সম্বলপুর আসন থেকে। নিজের ইচ্ছার কথা বিজেপির শীর্ষ নেতৃত্বকে প্রধান জানিয়েছেন এবং তাতে একপ্রকার সম্মতিও মিলে গিয়েছে বলেই খবর। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও লোকসভায় প্রার্থী করার ব্যাপারে ভাবছে বিজেপি। সেক্ষেত্রে তাঁর কংগ্রেসে থাকাকালীন জেতা আসন গুণা থেকেই লোকসভায় প্রার্থী করার বিষয়ে ভাবনাচিন্তা চলছে বিজেপির অন্দরে। উল্লেখ্য, সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা ভোট হয়েছে। চার রাজ্যে বিজেপি ২১ জন সাংসদকে প্রার্থী করেছিল।
নানান খবর

নানান খবর

“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প

“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী

'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের

পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা

ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী

গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে

রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের

'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা! বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী?

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের